জেএম.মমিন(ভোলা) বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে ৷
বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
বিবসটি উপলক্ষে ওইদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৷ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন এর সামনে থেকে একটি শোক
র্যালি বের হয়ে পৌর বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয় ৷
সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি) ৷
এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রমুখ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যাক্তি বর্গ, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন।