Friday, June 28, 2019

তজুমদ্দিনে দারিদ্র জেলেদের মাঝে কোস্ট ট্রাস্টের ছাগল বিতরণ






জেএম.মমিন,স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপদেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকার ৭০ দারিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ এর ভোলা শাখা ।
শুক্রবার (২৮ জুন) সকালে ইউএসএআইডির অর্থায়নে, মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে তাদের মাঝে ছাগল বিতরণ করে  কোস্ট ট্রাস্ট বাংলাদেশ ৷

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সহ-সম্বনয়কারী মো. সোহেল মাহমুদ, এফও সবুজ চন্দ্র, সিএম আব্দুল্লাহ, আল-আমিন সহ সংশ্লিষ্ট  অফিসের অন্যান্য  কর্মকর্তা এবং জেলে পরিবারের সদস্যবৃন্দ ৷

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বর্তমানে সরকার ও বিভিন্ন সংস্থা জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমন্বয় করে এক সাথে কাজ করে যাচ্ছে ৷ এছাড়া তিনি ছাগল  লালন পালনে যত্নবান হতে, সঠিক সময়ে চিকিৎসা এবং কিভাবে লালন পালন করলে লাভবান হওয়া যায় সে সম্পর্কে সদস্যদের অবহিত করেন ৷

এছাড়া এসময় ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, আমাদের প্রকল্পের প্রধান কাজ গুলোর মধ্যে হচ্ছে জেলেদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের ন্যায্য অধিকার আদায় এবং সাবলম্বী করে গড়ে তোলা ৷ এরই ধারাবাহিকতায়  আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। এবং আজ অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে ।

No comments:

Post a Comment