Thursday, May 30, 2019
ভোলায় ভাতাসহ বিভিন্ন দাবী আদায়ে জেলেদের মানববন্ধন
ভোলা প্রতিনিধিঃ ভোলায় নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখাসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে জেলেরা।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনের ঘন্টাব্যাপী জেলেদের এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্ষুদ্র জীবি মৎস্য সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি মোঃ এরশাদ, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, সহ সমন্বকারী মোঃ সোহেল মাহমুদ, প্রকল্প সমন্বকারী খোকন চন্দ্র শীল, মোঃ তাহাজুদ হোসেন সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়শ্রমে ২ মাস, মা ইলিশের অভিযান ২২ দিন নদীতে মাছ শিকারের প্রতি সরকার নিষেধাজ্ঞা করে। এখন নতুন করে সাগরে ৬৫ দিন মাছ শিকার করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা এ নিষেধাজ্ঞা মানবো। কিন্তু বিদেশ থেকে বড় ট্রলারে করে মাছ শিকার করতে আসা জেলেদের জন্যও এ আইন থাকতে হবে। এছাড়াও তারা নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখার দাবী জানান।
Tuesday, May 28, 2019
জনপ্রিয় কবি আঃ কুদদূস'র "লায়লাতুল কদর"
লায়লাতুল কদর
করুণার চাদর
আসমান জমিন মহাবিশ্ব জুড়ে।
ভাগ্য রজনী
প্রস্তুত অবনী
তাকদির তৈরি সবার- কাছে দূরে।
রাহমানুর রাহিম,
কোরআনুল কারিম
হেরার গুহাতে পাঠান এই রাতে।
ফিরিস্তা জিব্রিল
করেছেন তারতিল
রাহমাতুল্লিল আলামিনের সাথে।
হাজার মাস হতে
উত্তম এই রাতে
প্রভূ ঐ আসমানে আসন পাতে।
যত সব পাপী
কাঁদে সব সপি
প্রভূর দরবারে, খালি দু'হাতে।
মাগফিরাত জুটবে
সৌভাগ্য ফুটবে
মানুষকে যারা বাসিছে ভালো।
করে নাই কভু
শিরক সাথে প্রভূ
মাতাপিতার মুখ করে নাই কালো।
বিদ্বেষ যাও ভুলে
কাঁদো হাত তুলে
লভিবে মুক্তি জাহান্নাম হতে।
নিষ্পাপ হতে চাও
ঈমানে দাঁড়াও
ভোর উদয় না হতে ধরনীতে।
(২৩ মে ২০১৯)
Monday, May 27, 2019
বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোষ্ট ট্রাষ্ট বাংলাদেশ ৷
সোমবার (২৭ মে) উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের এইচ সি জি সদস্যদের মাঝে জেলেদেরে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে তাদের মাঝে ৭০টি ছাগল বিতরন করা হয়।
অনুষ্ঠানে শাজাহান বদ্দার এর সভাপতিত্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী মোঃজহিরুল ইসলাম উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এসময় ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ- সমন্বয়কারি (কারিগী সহায়তা) মোঃ সোহেল মাহমুদ, ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন ৷
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,মোঃজুলহাস ফরাজি,সিএম মোঃ লোকমান হোসেন, মোঃ অাবদুল্লাহ প্রমুখসহ ৭০ জন এইচ সি জি সদস্য।
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
Sunday, May 26, 2019
ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ভোলা শাখার আয়োজনে রবিবার (২৬ মে) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল, ভোলা সদর শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
কোস্ট ট্রাস্ট,ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে এসময় বলেন,আমাদের লক্ষ্য, দেশের আর্থ- সামাজিক, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনে ক্রমবর্ধমান আগ্রহের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় আঞ্চলের বিশেষ করে ঐ আঞ্চলের নারী,শিশু ওঅনগ্রসর জনগোষ্ঠীর স্থায়ীত্বশীল এবং সুষম জীবন বিকাশে সহায়তা করা,জেলেদের প্রশিক্ষেণের মাধ্যমে নদীর পরিবেশ রক্ষা করা,ইলিশ সম্পদ উন্নয়নে কাজ করা।
প্রধান অতিথি হিসেবে ছিলেন,এডিসি (রাজস্ব) মোঃ সেলিম রেজা তিনি বক্তব্য শুরতে বলেন,কোস্ট ট্রাস্টের কার্যক্রম জন কল্যানে কাজ করে কোস্ট ট্রাস্ট জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে ইলিশ সম্পদ উন্নয়নে সহায়তা করে দেশের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি করেছে। পরে কোস্ট ট্রাস্টের অারপিসি মোঃ অাঃ রব বলেন বর্তমান কর্মএলাকা ভোলা, ক্সবাজার,পটুয়াখালী, বরিশাল,ফেনী,নোয়াখালী, লক্ষীপুর,এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা অাওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ অাবদুল অাজিজ বলেন কোস্ট ট্রাস্ট সরকারের সাথে সমন্বয় করে কাজ করে কারনে সকলের প্রিয় সংগঠনে পরিনত হয়েছে,উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন,তিনি অারো বলেন কোস্ট ট্রাস্ট নিজস্ব অর্থায়নে গ্রামীণ নারীদের প্রাথমিক স্বাস্হ্য সেবা প্রদান করছে,যার জন্য সংস্থার বেশ কিছু শাখার অধিনে স্বাস্হ্য কর্মী হিসাবে মহিলা সহকর্মীরা কাজ করছে যেখানে নারীদের প্রাথমিক স্বাস্হ্যসেবা ও মহিলাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।
আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্হায়ী রাজনৈতিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও শিক্ষক ছাত্র,জেলে সমিতির সভাপতি সম্পাদক,জন সংগঠনের নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি,সংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশায় প্রতিনিধি,ইমাম সহকর্মীবৃন্দ।
Wednesday, May 22, 2019
বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা
নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামান্যমান আদালত ।
বুধবার (২২ মে) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রফিকুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় পঁচা, বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট রাখার অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০০০০ টাকা জরিমানা করা হয় ৷
এবং অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় খাবার ও মিষ্টির দোকানসহ অন্য ৫ প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কুন্জেরহাট বাজারের ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য করা হয় ।
এব্যাপারে তিনি বলেন, রমজানের পুরো মাস এ অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাস শেষেও এর ধারাবাহিকতা থাকবে ৷
বুধবার (২২ মে) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রফিকুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় পঁচা, বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট রাখার অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০০০০ টাকা জরিমানা করা হয় ৷
এবং অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় খাবার ও মিষ্টির দোকানসহ অন্য ৫ প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কুন্জেরহাট বাজারের ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য করা হয় ।
এব্যাপারে তিনি বলেন, রমজানের পুরো মাস এ অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাস শেষেও এর ধারাবাহিকতা থাকবে ৷
Tuesday, May 21, 2019
বোরহানউদ্দিনে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বোরাহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অটো ও মোটরসাইেকেলের মুখোমুখি সংর্ঘষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরাহানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ হাসান (২০), কু়ুতুবা ১ নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার ছেলে ও রাকিব (২৩) বড় মানিকা এলকার মফিজ পাটওয়ারীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর ২টার দিকে উদয়পুর থেকে আসা একটি মোটরসাইকেলে করে হাসান ও রাকিব বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপোরীতমুখি একটি আটোর সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরাহানউদ্দিন সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্য ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এনামুল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, মোঃ হাসান (২০), কু়ুতুবা ১ নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার ছেলে ও রাকিব (২৩) বড় মানিকা এলকার মফিজ পাটওয়ারীর ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর ২টার দিকে উদয়পুর থেকে আসা একটি মোটরসাইকেলে করে হাসান ও রাকিব বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপোরীতমুখি একটি আটোর সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরাহানউদ্দিন সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্য ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এনামুল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
Monday, May 20, 2019
বোরহানউদ্দিনে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা
ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের সামনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৷
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক উপুস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ ড্রাগ লাইসেন্স, পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকা, নবায়ন না থাকা, ভেকসিন রাখার ফ্রিজে পিয়াজ, মরিচ, পানির বোতল রাখা, মেয়াদোত্তীর্ন ঔষধসহ চিকিৎসা সামগ্রী রাখার দায়ে মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকলকে দ্রুততম সময়ের মধ্যে ড্রাগ লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলেন তিনি।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক উপুস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ ড্রাগ লাইসেন্স, পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকা, নবায়ন না থাকা, ভেকসিন রাখার ফ্রিজে পিয়াজ, মরিচ, পানির বোতল রাখা, মেয়াদোত্তীর্ন ঔষধসহ চিকিৎসা সামগ্রী রাখার দায়ে মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকলকে দ্রুততম সময়ের মধ্যে ড্রাগ লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলেন তিনি।
Thursday, May 16, 2019
ভোলার দৌলতখানে অবৈধভাবে তেল কালোবাজারী
নিউজ ডেস্কঃ ভোলার দৌলতখানের মেঘনা নদীতে চোরাচালানী সিন্ডিকেট তেলপাচারে বেপরোয়া হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে নৌ-পথে ঢাকা ও খুলনাগামী সরকারি-বেসরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী অতিক্রমের সময় নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করে। এ সময় প্রকাশ্যেই জাহাজের লোকজন অবৈধভাবে ভোজ্য ও জ্বালানী তেলসহ অন্যান্য চোরাই সামগ্রী কমমূল্যে চোরকারবারীদের কাছে বিক্রি করে। গত দুই দিনে শতাধিক ব্যারেল তেল পাচার হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার দুপুরে দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ড বটতলা মাছঘাট এলাকায় গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, চোরাকারবারী আ. হাকিম, মনির ও হারুন হাওলাদারের নেতৃত্বে জাহাজ থেকে ট্রলারে করে বটতলা মাছঘাট এলাকায় অবৈধভাবে সরকারী তেল এনে ব্যারেল ভর্তি করে ভ্যান-যোগে নিজস্ব গোডাউনে নিয়ে যায়। পরবর্তীতে গোডাউন থেকে এসব তেল বিক্রি করে ভোলা জেলার বিভিন্ন বাজারে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, দৌলতখানের চৌকিঘাটা, পৌরসভার ১, ৩, ৬নং ওয়ার্ড ও মাছঘাট, বটতলা, স্লুইজ গেইটসহ বিভিন্ন জায়গা দিয়ে চোরাকারবারিরা অবাধে তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নামাচ্ছে। এভাবে প্রতিদিন সরকারের কোটি-কোটি টাকার তেল পাচারের বিষয়টি এখন অনেকটাই হরহামেশা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন মেঘনায় জাহাজ থেকে তেল পাচার ও
চোরাকারবারীর ঘঁটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই পুলিশ ৮ ব্যারেল তেল আটক করে থানায় জিডি করেছে।
তিনি আরো জানান, চোরাচালান রোধে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। তবে স্থানীয়রা বলছেন পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ চোরাচালান। এ চক্রের অনেকেরই রয়েছে পলিটিক্যাল কানেকশন। তারা দৌলতখানের চোরাই কারবার বন্ধে উর্ধতন রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করছেন।
Labels:
অপরাধ
Location:
Bhola District, Bangladesh
ভোলায় কালেক্টরেট স্কুলের শুভ উদ্বোধন
ভোলায় উদ্বোধন করা হলো জেলা প্রশাসন কর্তৃক
পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের ইলিশা বাসস্টান্ড সংলগ্ন স্কুল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, মানসম্পন্ন শিক্ষার জন্য মোবাইফোন থেকে শিশুদের বিরত রাখতে হবে। স্কুলের পাশাপাশি বাসায় শিক্ষার্থীদের পড়াশোনায় নজর দিতে হবে। স্কুলের কোনো শিক্ষক যেনো কোচিং বাণিজ্যে লিপ্ত না হয় তার দিকে লক্ষ রাখতে হবে। কালেক্টরেট স্কুলকে ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।
পরে প্রধান অতিথি নাম ফলক উন্মোচনের মাধ্যমে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে প্রধান অতিথি নাম ফলক উন্মোচনের মাধ্যমে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Subscribe to:
Posts (Atom)