Sunday, May 26, 2019

ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ভোলা শাখার   আয়োজনে রবিবার (২৬ মে) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল, ভোলা সদর শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
কোস্ট ট্রাস্ট,ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম শুভেচ্ছা  বক্তব্যে এসময় বলেন,আমাদের লক্ষ্য, দেশের আর্থ- সামাজিক, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনে ক্রমবর্ধমান আগ্রহের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় আঞ্চলের বিশেষ করে ঐ আঞ্চলের নারী,শিশু ওঅনগ্রসর জনগোষ্ঠীর স্থায়ীত্বশীল এবং সুষম জীবন বিকাশে সহায়তা করা,জেলেদের প্রশিক্ষেণের মাধ্যমে নদীর পরিবেশ রক্ষা করা,ইলিশ সম্পদ উন্নয়নে কাজ করা।
প্রধান অতিথি হিসেবে  ছিলেন,এডিসি (রাজস্ব)  মোঃ সেলিম রেজা তিনি বক্তব্য শুরতে বলেন,কোস্ট ট্রাস্টের কার্যক্রম জন কল্যানে কাজ করে কোস্ট ট্রাস্ট জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে ইলিশ সম্পদ উন্নয়নে সহায়তা করে দেশের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি করেছে। পরে কোস্ট ট্রাস্টের অারপিসি মোঃ অাঃ রব বলেন  বর্তমান কর্মএলাকা ভোলা, ক্সবাজার,পটুয়াখালী, বরিশাল,ফেনী,নোয়াখালী, লক্ষীপুর,এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা অাওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ অাবদুল অাজিজ বলেন কোস্ট ট্রাস্ট সরকারের সাথে সমন্বয় করে কাজ করে কারনে সকলের প্রিয় সংগঠনে পরিনত হয়েছে,উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন,তিনি অারো  বলেন কোস্ট ট্রাস্ট নিজস্ব অর্থায়নে গ্রামীণ নারীদের প্রাথমিক স্বাস্হ্য সেবা প্রদান করছে,যার জন্য সংস্থার বেশ কিছু শাখার অধিনে স্বাস্হ্য কর্মী হিসাবে মহিলা সহকর্মীরা কাজ করছে যেখানে নারীদের প্রাথমিক স্বাস্হ্যসেবা ও মহিলাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।
আরো উপস্থিত ছিলেন  এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্হায়ী রাজনৈতিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও শিক্ষক ছাত্র,জেলে সমিতির সভাপতি সম্পাদক,জন সংগঠনের নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি,সংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশায় প্রতিনিধি,ইমাম  সহকর্মীবৃন্দ।

No comments:

Post a Comment