ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের সামনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৷
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক উপুস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ ড্রাগ লাইসেন্স, পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকা, নবায়ন না থাকা, ভেকসিন রাখার ফ্রিজে পিয়াজ, মরিচ, পানির বোতল রাখা, মেয়াদোত্তীর্ন ঔষধসহ চিকিৎসা সামগ্রী রাখার দায়ে মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সকলকে দ্রুততম সময়ের মধ্যে ড্রাগ লাইসেন্স করা, ট্রেড লাইসেন্স নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলেন তিনি।
No comments:
Post a Comment