Monday, May 27, 2019
বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোষ্ট ট্রাষ্ট বাংলাদেশ ৷
সোমবার (২৭ মে) উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের এইচ সি জি সদস্যদের মাঝে জেলেদেরে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে তাদের মাঝে ৭০টি ছাগল বিতরন করা হয়।
অনুষ্ঠানে শাজাহান বদ্দার এর সভাপতিত্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী মোঃজহিরুল ইসলাম উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এসময় ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ- সমন্বয়কারি (কারিগী সহায়তা) মোঃ সোহেল মাহমুদ, ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন ৷
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,মোঃজুলহাস ফরাজি,সিএম মোঃ লোকমান হোসেন, মোঃ অাবদুল্লাহ প্রমুখসহ ৭০ জন এইচ সি জি সদস্য।
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment