Wednesday, May 22, 2019

বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামান্যমান আদালত ।
বুধবার (২২ মে) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রফিকুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় পঁচা, বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট  রাখার অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০০০০ টাকা জরিমানা করা হয় ৷
এবং অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং  ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট  ধারায় খাবার ও মিষ্টির দোকানসহ অন্য ৫ প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কুন্জেরহাট বাজারের ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে  ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য করা হয় ।
এব্যাপারে তিনি বলেন, রমজানের পুরো মাস এ অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাস শেষেও এর ধারাবাহিকতা থাকবে ৷

No comments:

Post a Comment