Friday, June 28, 2019

তজুমদ্দিনে দারিদ্র জেলেদের মাঝে কোস্ট ট্রাস্টের ছাগল বিতরণ






জেএম.মমিন,স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপদেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকার ৭০ দারিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ এর ভোলা শাখা ।
শুক্রবার (২৮ জুন) সকালে ইউএসএআইডির অর্থায়নে, মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে তাদের মাঝে ছাগল বিতরণ করে  কোস্ট ট্রাস্ট বাংলাদেশ ৷

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সহ-সম্বনয়কারী মো. সোহেল মাহমুদ, এফও সবুজ চন্দ্র, সিএম আব্দুল্লাহ, আল-আমিন সহ সংশ্লিষ্ট  অফিসের অন্যান্য  কর্মকর্তা এবং জেলে পরিবারের সদস্যবৃন্দ ৷

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বর্তমানে সরকার ও বিভিন্ন সংস্থা জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমন্বয় করে এক সাথে কাজ করে যাচ্ছে ৷ এছাড়া তিনি ছাগল  লালন পালনে যত্নবান হতে, সঠিক সময়ে চিকিৎসা এবং কিভাবে লালন পালন করলে লাভবান হওয়া যায় সে সম্পর্কে সদস্যদের অবহিত করেন ৷

এছাড়া এসময় ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, আমাদের প্রকল্পের প্রধান কাজ গুলোর মধ্যে হচ্ছে জেলেদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের ন্যায্য অধিকার আদায় এবং সাবলম্বী করে গড়ে তোলা ৷ এরই ধারাবাহিকতায়  আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। এবং আজ অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে ।

Thursday, June 27, 2019

যাযাবর বৃদ্ধা তাজু বেগমের পাশে নেই কেউ








নিজস্ব প্রতিনিধিঃ আমাদের জীবনটা কখনো হাঁসির আবার কখনো কান্নার। এই হাঁসি ও দুঃখের জীবন নিয়ে চলতে হয় আমাদের। তবে নিয়তি এমন কিছু মানুষের কপালে শুধু দুঃখই রেখেছেন বলে মনে হয়। আর তাঁর মধ্যে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাসমান তাজু বেগম (৫৫) একজন।

জন্মভূমি ভোলায় হলেও একটুও সুখ নেই জীবনে। জন্মের পর থেকে কিছুটা প্রতিবন্ধী রুপে রুপান্তরিত হন তাজু বেগম। যাঁর জন্য শৈশব, কিশোর জীবন কেটে এখন বৃদ্ধ জীবনে আবদ্ধ হন। অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী বলে হয়তো নজরে পড়েনি কারো। তাই তো বিয়েও জুটেনি কপালে। এমন মন্দ কপাল নিয়ে জন্মগ্রহণ করে কতটা কষ্টে বেঁচে আছেন তাজু বেগম। সেটা শুধু তিনিই একমাত্র ভালো করে জানেন।

এতো কষ্টের পরেও একটুও কি নজর পড়েনি স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে? হয়তো পড়েছে, কিন্তু পরেও লাভ কি যদি সেই চোখ থাকে অন্ধতে ঢাকা।

আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক। এটা সবাই ই বলে, তাই তো জাতির বিবেক কে জাগিয়ে তুলতে মুঠোফোনে এই প্রতিনিধির কাছে খবর আসে। মুঠোফোনে অন্যর দেওয়া তথ্য শুনে নিজে আর স্থির থাকতে পারলাম না। সকাল হলেই ছুটে যাই সেই অসহায় দরিদ্র তাজু বেগমকে দেখতে। স্থায়ী কোন বাড়ি নেই, কোথায় খুঁজে পাই তাকে? এই বাড়ি সেই বাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মেলে বাবুল নামে এক ব্যক্তির ঘরে। চেহারাটা দেখে, সবকিছু জিজ্ঞেস করে জানতে পারলাম এতোদিন পর্যন্ত একটা চালের কার্ডও পায়নি সে, অথচ সেই এলাকার জনপ্রতিধিদেরকেই ভোট দিয়ে নির্বাচন করেছেন তিনি।

এই বিষয়ে উত্তর দীঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুরের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিয়ে ও রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলায় জেলে পরিবারের গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান







ভোলা প্রতিনিধি: চলতি ভরা মৌসুমে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না রুপালি ইলিশের। তাই অসহায়ের মতো দারিদ্র জীবন যাপন করছে স্থানীয় উপকুলীয় জেলেরা । সামনে কোরবানীর ঈদ। জেলেদের গবাদী পশুদের দরকার টিকা ও ভিটামিন।  হাতে নেই টাকা। দুচিন্তা গ্রস্থ হয়ে পরছে তারা। আর এসব অসহায় জেলেদেরকে হাত বাড়িয়ে দিলো ইউএসএঅাইডির অর্থায়নে প্রানী সম্পদ ও মৎস্য বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের  বাস্তবায়ধীন ইকোফিশ প্রকল্প। বিনামূল্যে জেলেদের গবাদী পশুদের টিকা ও চিকিৎসা দিচ্ছে তারা।

বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া গ্রামের ৫ শত’ গরু, ছাগলকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান করে ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্ট,ভোলা। প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে টিকাদান কর্মসূচীর মাধ্যমে এ টিকা ও চিকিৎসা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ফিশের ভোলার রির্সাস এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমরা সারা বছর জেলেদের নিয়ে কাজ করি। তাদের সুখে, দূখে পাশে থাকি। জেলেদের স্বাবলম্বী করাই আমাদের উদ্দেশ্য । তিনি আরো বলেন, নদীতে যখন অভিযান থাকে ও নদীতে মাছ কম পরে সে সময় জেলেদের অনেক অভাব থাকে। আমরা জেলেদের স্বাবলম্বী করার জন্য বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের মাঝে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন সবজীর বীজ প্রদান করি। যাতে তারা ওই সময়গুলোতে অভাবে না পরে ।

ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের কাজ। আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকের।

দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া গ্রামের গৃহবধূ নাহার বেগম (৩০) বলেন, আমার স্বামী ইউসুফ একজন জেলে। আমাদের কোন জমি-জমা নেই। নদীতে মাছ শিকার করে সংসার চলে আমাদের। মাছ না ধরতে পারলে এ সময় অনেক অভাবে থাকতে হতো আমাদের। এখন এ প্রকল্পের মাধ্যমে গরু ও ছাগল পেয়েছি। তা লালন পালন করে সংসারে বাড়তি আয় করছি। এখন অনেক ভাল আছি।

একই গ্রামের ফাতেমা বেগম বলেন, সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের পাশে দাড়িয়েছে। আমরা এখন নদীর উপর শুধু নির্ভর করিনা। বিকল্প কাজ করে স্বামীর পাশাপাশি আয় করছি। সন্তানদের লেখা পড়াও ভাল ভাবে চলছে। নিজেরা অনেক ভাল আছি।

বিনামূল্যে টিকা ও চিকিৎসা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আলী, দৌলতখান উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ প্রমূখ।

Wednesday, June 26, 2019

ভোলায় ই এ এফ এম (EAFM) এর উপর প্রশিক্ষকের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন






স্টাফ রিপোর্টার :ভোলায় ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ডফিশে সহযোগিতায়  কোস্ট ট্রাস্টের আয়োজনে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৷
২৫ জুন সকাল ১০ টায় হীড বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা  আসাদুজ্জামান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন ৷ এর আগে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ৷

প্রশিক্ষণ সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প, কোস্ট ট্রাস্ট ভোলার  সিনিয়র প্রকল্প সমন্বয়কারি মো: জহিরুল ইসলাম,ওয়ার্ল্ডফিশ বাংলাদের গবেষনা সহকারি অঙ্কুর  মোহাম্মদ ইমতিয়াজ জামান  এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের মনিটরিং অফিসার  মোঃ ইউনুছ ও সহ-সমন্বয়কারি (টিএস)সোহেল মাহমুদ সহ প্রমুখ ৷

এসময় কোস্ট ট্রাস্টের মাঠ কর্মকর্তা ও সিএম সহ  মোট ২৫ জনকে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর কাজের বিভিন্ন ধাপ এর উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় ৷  উক্ত ২ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর সকলের উপস্থিতিতে ২৬ জুন বিকাল ৪টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।প্রশিক্ষেনে ফলে মাঠ পর্যায়ে EAFM মাধ্যমে কাজ করলে সুশাসন, মানব কল্যান,প্রকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে,নদীর অবস্থা,কখন নদীতে কোন পাওয়া যায়,কি ধরনের জাল ব্যবহার করা দরকার,নদীর রক্ষা স্টেক হোল্ডারের মাধ্যমে  দল গঠন করে EAFM নদীতে বাস্তাবায়ন করা সহজ হবে। নদীতে সকল ধরনের মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। জেলে মধ্যে ঐক্য তৈরি হবে,জেলেরা।নদীতে যার যার দায়িত্ব সর্ম্পক সচেতন হবে।

Thursday, June 20, 2019

তজুমদ্দিনে গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে মতবিনময় সভা






নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত “গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম” সম্পর্কে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও সাংবাদিকগণের সহিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (অ.দা) হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশান মন্ত্রণালয়ের উপ-সচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু,  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ, ভেটেনারী সার্জন ডা. সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার সহ কৃত্রিম প্রজননে গাভী পালনকারী খামারিরা ।

Wednesday, June 19, 2019

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে কোস্ট ট্রাস্ট এর ছাগল বিতরণ ও ভ্যাকসিন ক্যাম্প






বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় এলাকার জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এইচ.সি.জি ৭০ জেলে সদস্যদের মাঝে ছাগল ও ক্রিমি নাশক ও অন্যান্য রোগের ঔষধ বিতরণ  করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কোস্ট ট্রাস্ট অফিসের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন ৷ এ সময় তিনি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ৷
এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মনিরুজ্জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ ৷ তিনি ছাগল পালন, এর যথাযত যত্ন, সঠিক চিকৎসা ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত করেন ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র সিএম মোঃ অাবদুল্লাহ, মোঃ মমিন উদ্দিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও ৭০ জন এইচ সি জি সদস্য ৷
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কর্যক্রম পরিচালনা কার হয়।

Saturday, June 15, 2019

মোঃ আঃ কুদদূস এর"চাঁদের বুড়ি"








কখনো তোমার বিশালতা দেখি
আবার কখনো দেখি উদারতা
কখনো তোমাতে নিরন্তর নিমগ্ন হই
কখনো চাতকের মতো তাকিয়ে রই
ভালোবাসার এ কী অদ্ভূত আচরণ?
কাছে পেলে নিজেকে হারাই,
দূরে গেলে কল্পনার তুলিতে
বিশালতার অনুপম অনুলিপি আঁকি।

কখনো মায়াবী হাসি দেখি,
আবার কখনো দেখি নির্লীপ্ত চাহনি
কখনো চাহনির ব্যাগ্রতায় অচেতন হই
কখনো অনুপম অনুভবে অপলক রই
অধরা ভালোবাসা দৃষ্টি জুড়ে দৃশ্যমান-
দৃষ্টির সন্নিকটে সৃষ্টি করি,
অপূর্ব ঐক্যের নিরন্তর নিমন্ত্রণ
কবে আবার বিশালতায় হারাবে এই মন।

কখনো আঁধার রাতে চাঁদ দেখি,
আবার কখনো দেখি চাঁদের হাসি
কখনো সুখের লাগি স্নিগ্ধ চাঁদ খুঁজি
ভাবি, চাঁদের বুড়ি মুক্তি পেল এই বুঝি
কখনো মেঘের ডানায় তাকিয়ে থাকি-
চাঁদকে ছোঁয়ার আক্ষেপে।
যদিও চাঁদ দূরে যায় নিরবধি
তবুও ঐ চাঁদের বুড়িকে বড্ড ভালোবাসি।

Wednesday, June 12, 2019

প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে তজুমদ্দিনে টিকাদান কর্মসূচী





নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় গবাদি পশু সুরক্ষায় ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচী ও বিনা মূল্যে গরু,ছাগল, হাঁস মুরগির ক্রিমি নাশক ও বিভিন্ন রোগের ঔষাধ প্রদান করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১২ জুন) সকাল ৭টায় ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷ এসময় ২০০ গরু,ছাগল ও হাঁস-মুরগিকে বিনা মূল্য রোগ প্রতিরোধক টিকার পাশাপাশি ক্রিমি নাশক ও ভিবিন্ন রোগ প্রতিরোধক ঔষাধ প্রদান করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার উপস্থিত থেকে টিকা ও ঔষাধ প্রদান করেন ৷ এবং গরু,ছাগল ও হাঁস মুরগিসহ গৃহ পালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক নিয়মে লালন পালন ও যত্ন করতে সঠিক পরামর্শ সহ নানান দিক নির্দেশনা প্রদান করেন তিনি ৷
টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি  মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদেরকে গরু,ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন, রক্ষনাবেক্ষন ও সঠিক সময়ে তাদের যত্ন ও চিকিৎসা নিতে পরামর্শ প্রদানের পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সবলম্বী হওয়ার ব্যাপারে নানান পরামর্শ প্রদান করেন তিনি ৷
এছাড়া এ সময়ে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ অন্যান্য সদস্য গন।

তজুমদ্দিনে জেলেদের মাঝে ছাগল বিতরণ






ভোলা প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও উপকূলীয় এলাকার লোকদের সাবলম্বি করতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামে এইচ.সি.জি ৮৪ জেলে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাষ্ট ভোলা শাখা ৷

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে একসাথে ৮৪ জেলে পরিবারকে ছাগল প্রদান করা হয় ৷
ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার ও  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এছাড়া এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ ৮৪ জন এইচ সি জি সদস্যবৃন্দ।
এর পূর্বে ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ৷

Thursday, June 6, 2019

সাংবাদিক গোলাম মাহমুদ শাওন এর মায়ের জানাযা সম্পন্ন






বোরহানউদ্দিন প্রতিনিধি: দৈনিক আমার সময় এর ভোলা জেলা প্রতিনিধি ও আলোকিত বরিশাল এর বোরহানউদ্দিন প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন এর মা ও ২নং সাচড়া ইউনিয়ন'র সচিব মাইনুদ্দিন এর স্ত্রী মেহেরুন নেছা (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহির রাজিউন)৷

বুধবার (৫ জুন) ভোর রাত ৫টার সময় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ৷
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে জানাযা শেষে মসজিদের পাশে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয় ৷

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারেকে সমবেদনা জানিয়েছেন, সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, বোরহানউদ্দিন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, তার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী ৷
উল্লেখ্য মৃত্যুর পূর্বে তিনি ৪৬ নং বোরহানউদ্দিন চৌধুরী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ৷

Tuesday, June 4, 2019

কবি মোঃ আঃ কুদদূস'র"ঈদ মোবারক"






ঈদ মোবারক, ঈদ মোবারক
কণ্ঠে সবার একই সুর
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়
ফিনফিনে ঐ বহুদূর।

ছোট বড় সবার মুখে
হাসি খুশি বহমান
বছর শেষে আসল ফিরে
ঈদুল ফিতর-মেহমান।

ঈদ মোবারক, ঈদ মোবারক
সালামি চায় শিশুরা
নতুন টাকার নতুন নোটে
বহে খুশির ফোয়ারা।

কোলাকুলি আর আনন্দে
মেতে ওঠে সকলে
সবার মুখে হাসি থাকে
দিন গড়িয়ে বিকেলে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
খাওয়া দাওয়ার পড়ছে ধুম
পরবে সবাই নতুন পোশাক
সেই আহ্লাদে নাই যে ঘুম।

শহর গ্রাম-সব জায়গাতে
চলছে ছুটে শিশুর দল
সারাদিনই ঘোরাঘুরি
হচ্ছে যে তাই কোলাহল।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ধনী গরীব এক কাতার
উঁচু নীচু নাই ভেদাভেদ
ভালোবাসা বেশুমার।

সমাজটা আজ ভরে গেছে
সুখের নীরব বাতাসে
রহমত, বরকত, মাগফিরাত
আসছে মোদের সকাশে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ভালোবাসার শুভদিন
দুঃখরা সব পালিয়ে গেছে
জীবনটা তাই অমলিন।

আজকে যেমন মিলেমিশে
হেসে-খেলে কাটছে দিন
এই সমাজের দিনগুলো সব
হয় না কেন বেশ রঙিন?


৪ জুন ২০১৯
ঢাকা।

Saturday, June 1, 2019

ঈদ উপহার হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ







নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায়   উপকূলীয় নিবন্ধিত জেলেদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয় ৷

শনিবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা এ কার্যক্রমের উদ্ধোধন করেন ।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান,সরকার ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেন। এ সময় উপকূলীয় ৪২টি উপজেলার সকল নিবন্ধিত জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার স্বরুপ ভিজিএফ প্রকল্প গ্রহন করেন। এ কার্যক্রমের আওতায় বোরহানউদ্দিন পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৮হাজার ১শত ৯১জন জেলেদের মাঝে ৭২৭.২৭ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়।শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গংগাপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।ঈদের আগেই সকল ইউনিয়নের জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিরতণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকতা মোছা খালেদা খাতুন রেখা জানান,ঈদের আগে সকল জেলেদের মাঝে চাল প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নিদ্দেশনা চেয়ারম্যানদের কাছে পৌছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,গংগাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রিয়াজ ,পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার প্রমুখ