জেএম.মমিন,স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপদেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকার ৭০ দারিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ এর ভোলা শাখা ।
শুক্রবার (২৮ জুন) সকালে ইউএসএআইডির অর্থায়নে, মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে তাদের মাঝে ছাগল বিতরণ করে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ ৷
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সহ-সম্বনয়কারী মো. সোহেল মাহমুদ, এফও সবুজ চন্দ্র, সিএম আব্দুল্লাহ, আল-আমিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা এবং জেলে পরিবারের সদস্যবৃন্দ ৷
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বর্তমানে সরকার ও বিভিন্ন সংস্থা জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমন্বয় করে এক সাথে কাজ করে যাচ্ছে ৷ এছাড়া তিনি ছাগল লালন পালনে যত্নবান হতে, সঠিক সময়ে চিকিৎসা এবং কিভাবে লালন পালন করলে লাভবান হওয়া যায় সে সম্পর্কে সদস্যদের অবহিত করেন ৷
এছাড়া এসময় ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, আমাদের প্রকল্পের প্রধান কাজ গুলোর মধ্যে হচ্ছে জেলেদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের ন্যায্য অধিকার আদায় এবং সাবলম্বী করে গড়ে তোলা ৷ এরই ধারাবাহিকতায় আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। এবং আজ অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে ।