Thursday, June 6, 2019
সাংবাদিক গোলাম মাহমুদ শাওন এর মায়ের জানাযা সম্পন্ন
বোরহানউদ্দিন প্রতিনিধি: দৈনিক আমার সময় এর ভোলা জেলা প্রতিনিধি ও আলোকিত বরিশাল এর বোরহানউদ্দিন প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন এর মা ও ২নং সাচড়া ইউনিয়ন'র সচিব মাইনুদ্দিন এর স্ত্রী মেহেরুন নেছা (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহির রাজিউন)৷
বুধবার (৫ জুন) ভোর রাত ৫টার সময় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ৷
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে জানাযা শেষে মসজিদের পাশে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয় ৷
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারেকে সমবেদনা জানিয়েছেন, সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, বোরহানউদ্দিন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, তার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী ৷
উল্লেখ্য মৃত্যুর পূর্বে তিনি ৪৬ নং বোরহানউদ্দিন চৌধুরী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment