Wednesday, June 12, 2019

তজুমদ্দিনে জেলেদের মাঝে ছাগল বিতরণ






ভোলা প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও উপকূলীয় এলাকার লোকদের সাবলম্বি করতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামে এইচ.সি.জি ৮৪ জেলে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাষ্ট ভোলা শাখা ৷

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে একসাথে ৮৪ জেলে পরিবারকে ছাগল প্রদান করা হয় ৷
ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার ও  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এছাড়া এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ ৮৪ জন এইচ সি জি সদস্যবৃন্দ।
এর পূর্বে ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ৷

No comments:

Post a Comment