Wednesday, June 26, 2019
ভোলায় ই এ এফ এম (EAFM) এর উপর প্রশিক্ষকের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার :ভোলায় ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ডফিশে সহযোগিতায় কোস্ট ট্রাস্টের আয়োজনে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৷
২৫ জুন সকাল ১০ টায় হীড বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন ৷ এর আগে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ৷
প্রশিক্ষণ সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প, কোস্ট ট্রাস্ট ভোলার সিনিয়র প্রকল্প সমন্বয়কারি মো: জহিরুল ইসলাম,ওয়ার্ল্ডফিশ বাংলাদের গবেষনা সহকারি অঙ্কুর মোহাম্মদ ইমতিয়াজ জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের মনিটরিং অফিসার মোঃ ইউনুছ ও সহ-সমন্বয়কারি (টিএস)সোহেল মাহমুদ সহ প্রমুখ ৷
এসময় কোস্ট ট্রাস্টের মাঠ কর্মকর্তা ও সিএম সহ মোট ২৫ জনকে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর কাজের বিভিন্ন ধাপ এর উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় ৷ উক্ত ২ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর সকলের উপস্থিতিতে ২৬ জুন বিকাল ৪টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।প্রশিক্ষেনে ফলে মাঠ পর্যায়ে EAFM মাধ্যমে কাজ করলে সুশাসন, মানব কল্যান,প্রকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে,নদীর অবস্থা,কখন নদীতে কোন পাওয়া যায়,কি ধরনের জাল ব্যবহার করা দরকার,নদীর রক্ষা স্টেক হোল্ডারের মাধ্যমে দল গঠন করে EAFM নদীতে বাস্তাবায়ন করা সহজ হবে। নদীতে সকল ধরনের মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। জেলে মধ্যে ঐক্য তৈরি হবে,জেলেরা।নদীতে যার যার দায়িত্ব সর্ম্পক সচেতন হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment