Thursday, June 20, 2019
তজুমদ্দিনে গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে মতবিনময় সভা
নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত “গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম” সম্পর্কে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও সাংবাদিকগণের সহিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (অ.দা) হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশান মন্ত্রণালয়ের উপ-সচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ, ভেটেনারী সার্জন ডা. সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার সহ কৃত্রিম প্রজননে গাভী পালনকারী খামারিরা ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment