বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় এলাকার জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এইচ.সি.জি ৭০ জেলে সদস্যদের মাঝে ছাগল ও ক্রিমি নাশক ও অন্যান্য রোগের ঔষধ বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কোস্ট ট্রাস্ট অফিসের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন ৷ এ সময় তিনি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ৷
এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মনিরুজ্জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ ৷ তিনি ছাগল পালন, এর যথাযত যত্ন, সঠিক চিকৎসা ও রক্ষনাবেক্ষন সর্ম্পকে সদস্যদেরকে অবহিত করেন ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র সিএম মোঃ অাবদুল্লাহ, মোঃ মমিন উদ্দিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও ৭০ জন এইচ সি জি সদস্য ৷
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কর্যক্রম পরিচালনা কার হয়।
No comments:
Post a Comment