Tuesday, June 4, 2019
কবি মোঃ আঃ কুদদূস'র"ঈদ মোবারক"
ঈদ মোবারক, ঈদ মোবারক
কণ্ঠে সবার একই সুর
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়
ফিনফিনে ঐ বহুদূর।
ছোট বড় সবার মুখে
হাসি খুশি বহমান
বছর শেষে আসল ফিরে
ঈদুল ফিতর-মেহমান।
ঈদ মোবারক, ঈদ মোবারক
সালামি চায় শিশুরা
নতুন টাকার নতুন নোটে
বহে খুশির ফোয়ারা।
কোলাকুলি আর আনন্দে
মেতে ওঠে সকলে
সবার মুখে হাসি থাকে
দিন গড়িয়ে বিকেলে।
ঈদ মোবারক, ঈদ মোবারক
খাওয়া দাওয়ার পড়ছে ধুম
পরবে সবাই নতুন পোশাক
সেই আহ্লাদে নাই যে ঘুম।
শহর গ্রাম-সব জায়গাতে
চলছে ছুটে শিশুর দল
সারাদিনই ঘোরাঘুরি
হচ্ছে যে তাই কোলাহল।
ঈদ মোবারক, ঈদ মোবারক
ধনী গরীব এক কাতার
উঁচু নীচু নাই ভেদাভেদ
ভালোবাসা বেশুমার।
সমাজটা আজ ভরে গেছে
সুখের নীরব বাতাসে
রহমত, বরকত, মাগফিরাত
আসছে মোদের সকাশে।
ঈদ মোবারক, ঈদ মোবারক
ভালোবাসার শুভদিন
দুঃখরা সব পালিয়ে গেছে
জীবনটা তাই অমলিন।
আজকে যেমন মিলেমিশে
হেসে-খেলে কাটছে দিন
এই সমাজের দিনগুলো সব
হয় না কেন বেশ রঙিন?
৪ জুন ২০১৯
ঢাকা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment