Thursday, August 15, 2019

বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস-২০১৯ পালিত









জেএম.মমিন(ভোলা) বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে ৷
বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
বিবসটি উপলক্ষে ওইদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৷ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন এর সামনে থেকে একটি শোক
র‍্যালি বের হয়ে পৌর বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয় ৷
সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপি) ৷
এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র রফিকুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রমুখ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যাক্তি বর্গ, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন।

Monday, August 5, 2019

১০ জনকে পিটিয়ে আহত করল ইউপি চেয়ারম্যান"কামরুল"





ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী ইউপি ভবনে ১০ ব্যক্তিকে  পিটিয়ে  আহত করার অভিযোগ পাওয়া গেছে ৷ নতুন ভোটার অন্তভুক্তির জন্য ব্যবহৃত জন্মনিবন্ধন কার্ড প্রদানে গরিমসি ও তার কথা অমান্য করায় চেয়ারম্যান ক্ষুব্দ হয়ে তাদের উপর এ হামলা চালায়। হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে বলে তারা দাবী করেন ।আহতের মধ্যে জুয়েল,খসরু ও জুনায়েত এর নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি।পরে ক্ষুব্দরা সংঘবব্দ হয়ে পরিষদ ঘেরাও করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন।স্থানীয় থানা পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি শান্ত করে চেয়ারম্যানকে উদ্ধার করেন। রবিবার বিকালে টবগী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।এ সব তথ্য আহতদের সূত্রে প্রাপ্ত।
টবগী ইউনিয়নের ৬নংওয়ার্ডের সফি আলম এর ছেলে আহত জুয়েল জানায়,গত ১৭ জুলাই জন্ম নিবন্ধন কার্ডের জন্য পরিষদে দু’শত টাকা জমা দেই।সচিব আমাকে ২৭ তারিখে পরিষদে যেতে বলেন। আমি একাধিক বার গিয়ে ব্যর্থ হই।আজকে ও কার্ড না পেয়ে আমি চৌকিদারকে ঘুরাঘুরি না করে কার্ডটি দিতে বলি।এ কথা শুনে চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হয়ে জামার কলার ধরে নিয়ে যায়।গাবের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে আমাকে আহত করে।তিনি জানায়,আমার পর আরও একাধিক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়।
৫নং ওয়ার্ডের দালালপুর গ্রামের ফখরুল আলম এর ছেলে প্রবাসী খসরু জানান,তিনি জন্মনিবন্ধন কার্ড করে ওই অনুসারে পাসপোর্ট করে আড়াই বছর সেৌদি ছিলেন।বর্তমানে ভোটার হওয়ার জন্য দেশে আসেন।ভোটার হলে চাইলে চেয়ারম্যান তাকে বলেন,অনলাইনে জন্মনিবন্ধন করতে হবে।তখন তিনি বলেন,আমার জন্মনিবন্ধন করা আছে।পার্সপোর্টের সাথে সঙ্গতি রেখে ওটা দিয়েই আমি ভোটার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিব। তার সাথে দ্বিমত পোষণ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান আমাকে রড দিয়ে প্রচুর মারধর করে আহত করে।পরে বিক্ষুব্দ জনতা সংবদ্ধ হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে। পুলিশ এসে চেয়ারম্যানকে উদ্ধার করছে বলে তারা জানান।তারা আরও জানান,চেয়ারম্যান সাথে এলাকার লোকজন ভালোমন্দ কথা বলতে পারেন না।সব সময় পরিষদে তার লাঠি থাকে।কেউ তার কথার সাথে দ্বিমত পোষণ করলেই তাকে মারধর করেন।
তবে টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে পরিচয় পেয়ে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করেন।
তবে থানা সূত্রে জানা যায়,টবগী ইউনিয়নে ভোটার তালিকা তৈরী করা নিয়ে ঝামেলা হয়েছে এমন কথা বলে পুলিশি সহায়তা চান ওই ইউনিয়নের চেয়ারম্যান।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল কাদের (চলতি দায়িত্ব) জানান,ইউপি ভবনের রড ভাঙ্গা দেখলাম।চেয়ারম্যান অনলাইনে নিবন্ধন করা নিয়ে স্থানীয় কিছু লোকসহ এক প্রবাসীকে মারধর করছে ।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,নতুন ভোটার অন্তভূক্তির জন্য আসা লোকজনের সাথে আজকে চেয়ারম্যান কামরুল হাসান যে ঘটনা ঘটিয়েছে এটা তার চরিত্রের বহি:প্রকাশ।উনি সব সময় মানুষকে গালিগালাজ করে থাকেন এবং লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করেন।তার দ্বারা সৃষ্ঠ এ অমানবিক কাজের জন্য আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে নিন্দা প্রকাশ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান,অভিযোগকারীদের বক্তব্য ও সরেজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Wednesday, July 24, 2019

বদরপুরে মা-ইলিশ সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা



ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে ইউনিয়ন পর্যায়ে  সহ-ব্যবস্থাপনা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে, মৎস অধিদপ্তর ও ওর্য়াল্ডফিসের সহায়তায় কোস্ট ট্রাস্টের বাস্তবায়ধীন ইকোফিশ প্রকল্প এর আয়োজন করে।
বুধবার সকাল ১১ টায় বদরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক তালুকদারের সভাপত্বিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা সুদীপ্ত মিশ্র । এসময় তিনি বলেন, নদী রক্ষা যেমন আমাদের দায়িত্ব তেমনি নদীর জীব বৈচিত্র, সম্পদ এবং মাছ রক্ষা আমাদের দায়িত্ব । নদীর মাছ রক্ষা মানে আমাদের নিজেদের রক্ষা । তাই মা-ইলিশ রক্ষায় সকল আইন মেনে চলা আমাদের কর্তব্য।
এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সহ-সমন্বয়কারি সোহেল মাহমুদ । তিনি উপস্থিত জেলেদের উদ্দেশ্যে বলেন,  সরকারি নিষেদ্ধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। ওই সময় নদীতে মাছ না ধরলে আপনাদেরই উপকার। নদীতে উৎপাদন বেশি হলে আপনাদের আয় ও বেশি হবে । এবং সে সময়ে বিকল্প কর্মসংস্থান নানান পরামর্শ প্রদান করেন।
পরে, সবার সম্মতিক্রমে মা-ইলিশ রক্ষায় পূর্বের কমিউনিটি ইলিশ গার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা, নিষেদ্ধাজ্ঞাকালীন সময়ে নদীতে মাছ না ধরা এবং খালের নিদ্দিষ্ট স্থানে সকল নৌকা রাখার জন্য বাঁশ দিয়ে বেড়া দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্তের সাথে সবাই একাত্বতা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জামাল খান, আহাদ, ফিল্ড অফিসার নোমান, সিএম নূরনবী, মমিন উদ্দিন,মা-ইলিশ রক্ষায় স্থানীয় সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্ধ, জেলে আড়ৎদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Saturday, July 13, 2019

কোস্ট ট্রাস্ট এবং আভাস এর নির্বাহীর সাথে প্রধানমন্ত্রীর আলোচনা









ঢাকা: বাংলাদেশ সরকারের আয়োজনে ৯ ও ১০ জুলাই ২০১৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল কমিশন অন এডাপটেশনের বৈঠক। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সভাপতিত্বে অংশ নেন বিশ্বব্যাংকের নির্বাহি পরিচালক ক্রিস্টালিনা গিয়র্গিয়েভা এবং মারশাল আইল্যান্ডসের সভাপতি হিলডা হেইনে। বাংলাদেশ সরকারের পক্ষে হোটেল ইন্টার-কনটিনেন্টালে যৌথভাবে এ সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। সভাস্থলে উপকূলীয় মানুষের জলবায়ু অভিযোজনের বিভিন্ন দিক বিশ্বনেতৃবৃন্দের সামনে তুলে ধরার জন্য সরকারের আমন্ত্রণে কোস্ট ট্রাস্টের নেতৃত্বে বরিশালের আভাস, খুলনার এওএসইডি, জাগ্রত যুব সংঘ ও সুশীলনের কর্মকর্তাগণ একটি স্টল স্থাপন করে।

১০ জুলায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত স্টল পরিদর্শন করেন এবং কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঙ্গে কথা বলেন। রেজাউল করিম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, ২০১০ সালে গৃহীত তার নীতির কারণে আজ বাংলাদেশে ১৮টি কমিউনিটি রেডিও বাংলাদেশে দৈনিক প্রায় ৬০ ঘন্টা করে জলবায়ু অভিযোজন ও জীবিকা বিষয়ে তথ্য ও বিনোদন সেবা প্রদান করছে এবং এর মধ্যে রয়েছে ৮টি উপকূলীয় কমিউনিটি রেডিও। রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে সম্মুখসারিতে স্থানীয়ভাবে কর্মরত বেসরকারী সংস্থাগুলোর জন্য সরকারি নীতি সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের ছোট ছোট বেসরকারি সংস্থাসমূহের উদ্যোগের প্রশংসা করেন। এসময় আভাসের নির্বাহী প্রধান রহিমা সুলতানা কাজল ও এওএসইডি-র শামীম হোসেন উপস্থিত ছিলেন।
আভাস এর নির্বাহী প্রধান রহিমা সুলতানা কাজল কুয়াকাটা অঞ্চলের জন্য ১টি কমিউনিটি রেডিও স্থাপনের দাবী তোলেন।
১০ জুলাই ২০১৯ সকালে বান কি মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের ভোলা আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম। তিনি ভোলার মতো বিচ্ছিন্ন ও দূরবর্তী চরাঞ্চলের মানুষের জীবনের অনিশ্চয়তা ও দ্বান্দ্বিকতা তুলে ধরে বলেন, বাংলাদেশের একশত বছরের ডেল্টা পরিকল্পনায় উপকূলের প্রান্তিক মানুষের আরো বেশি অংশগ্রহন দরকার এবং বিদেশি সহায়তাও দরকার।
ঐদিন বিকালে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প বিষয়ে উপস্থাপন করতে গিয়ে যুগ্ম সচিব মাহবুব হোসাইন বলেন, এটি কুতুবদিয়া দ্বিপ থেকে আসা জলবায়ু তাড়িত মানুষদের জন্য যারা বর্তমানে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় অবস্থান করছেন।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক এক অধিবেশনে তার উপস্থাপনায় এই নেপথ্য তথ্যের পাশাপাশি তুলে ধরেন জলবায়ু উদ্বাস্তু ও জলবায়ু বিষয়ক চুক্তি সংক্রান্ত বৈশ্বিক নীতিসমূহ, জাতিসংঘের শরণার্থি ও উদ্বাস্তু বিষয়ক গ্লোবাল কমপ্যাক্ট এবং রাষ্ট্রসমূহ পরিচালিত প্লাটফরম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট ইত্যাদি মানবাধিকার নীতিসমূহের কথা। এ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন অতিরিক্ত সচিব মনজুরুল হান্নান খান।
উল্লেখ্য যে, কোস্ট ট্রাস্ট ও অন্যান্য স্থানীয় বেসরকারি সংগঠনগুলো সরকারের সাথে ইতিবাচক সম্পৃক্ততায় বিশ্বাসি এবং তারা আন্তর্জাতিক ক্ষেত্রেও সরকারের সাথে ইতিবাচক সম্পর্ক রেখে কাজ করে থাকেন।

Friday, June 28, 2019

তজুমদ্দিনে দারিদ্র জেলেদের মাঝে কোস্ট ট্রাস্টের ছাগল বিতরণ






জেএম.মমিন,স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিন উপদেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকার ৭০ দারিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ এর ভোলা শাখা ।
শুক্রবার (২৮ জুন) সকালে ইউএসএআইডির অর্থায়নে, মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে তাদের মাঝে ছাগল বিতরণ করে  কোস্ট ট্রাস্ট বাংলাদেশ ৷

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সহ-সম্বনয়কারী মো. সোহেল মাহমুদ, এফও সবুজ চন্দ্র, সিএম আব্দুল্লাহ, আল-আমিন সহ সংশ্লিষ্ট  অফিসের অন্যান্য  কর্মকর্তা এবং জেলে পরিবারের সদস্যবৃন্দ ৷

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, বর্তমানে সরকার ও বিভিন্ন সংস্থা জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সমন্বয় করে এক সাথে কাজ করে যাচ্ছে ৷ এছাড়া তিনি ছাগল  লালন পালনে যত্নবান হতে, সঠিক সময়ে চিকিৎসা এবং কিভাবে লালন পালন করলে লাভবান হওয়া যায় সে সম্পর্কে সদস্যদের অবহিত করেন ৷

এছাড়া এসময় ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, আমাদের প্রকল্পের প্রধান কাজ গুলোর মধ্যে হচ্ছে জেলেদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের ন্যায্য অধিকার আদায় এবং সাবলম্বী করে গড়ে তোলা ৷ এরই ধারাবাহিকতায়  আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। এবং আজ অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে ।

Thursday, June 27, 2019

যাযাবর বৃদ্ধা তাজু বেগমের পাশে নেই কেউ








নিজস্ব প্রতিনিধিঃ আমাদের জীবনটা কখনো হাঁসির আবার কখনো কান্নার। এই হাঁসি ও দুঃখের জীবন নিয়ে চলতে হয় আমাদের। তবে নিয়তি এমন কিছু মানুষের কপালে শুধু দুঃখই রেখেছেন বলে মনে হয়। আর তাঁর মধ্যে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাসমান তাজু বেগম (৫৫) একজন।

জন্মভূমি ভোলায় হলেও একটুও সুখ নেই জীবনে। জন্মের পর থেকে কিছুটা প্রতিবন্ধী রুপে রুপান্তরিত হন তাজু বেগম। যাঁর জন্য শৈশব, কিশোর জীবন কেটে এখন বৃদ্ধ জীবনে আবদ্ধ হন। অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী বলে হয়তো নজরে পড়েনি কারো। তাই তো বিয়েও জুটেনি কপালে। এমন মন্দ কপাল নিয়ে জন্মগ্রহণ করে কতটা কষ্টে বেঁচে আছেন তাজু বেগম। সেটা শুধু তিনিই একমাত্র ভালো করে জানেন।

এতো কষ্টের পরেও একটুও কি নজর পড়েনি স্থানীয় জনপ্রতিনিধিদের চোখে? হয়তো পড়েছে, কিন্তু পরেও লাভ কি যদি সেই চোখ থাকে অন্ধতে ঢাকা।

আমরা সাংবাদিক, আমরা জাতির বিবেক। এটা সবাই ই বলে, তাই তো জাতির বিবেক কে জাগিয়ে তুলতে মুঠোফোনে এই প্রতিনিধির কাছে খবর আসে। মুঠোফোনে অন্যর দেওয়া তথ্য শুনে নিজে আর স্থির থাকতে পারলাম না। সকাল হলেই ছুটে যাই সেই অসহায় দরিদ্র তাজু বেগমকে দেখতে। স্থায়ী কোন বাড়ি নেই, কোথায় খুঁজে পাই তাকে? এই বাড়ি সেই বাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মেলে বাবুল নামে এক ব্যক্তির ঘরে। চেহারাটা দেখে, সবকিছু জিজ্ঞেস করে জানতে পারলাম এতোদিন পর্যন্ত একটা চালের কার্ডও পায়নি সে, অথচ সেই এলাকার জনপ্রতিধিদেরকেই ভোট দিয়ে নির্বাচন করেছেন তিনি।

এই বিষয়ে উত্তর দীঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুরের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিয়ে ও রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলায় জেলে পরিবারের গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান







ভোলা প্রতিনিধি: চলতি ভরা মৌসুমে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না রুপালি ইলিশের। তাই অসহায়ের মতো দারিদ্র জীবন যাপন করছে স্থানীয় উপকুলীয় জেলেরা । সামনে কোরবানীর ঈদ। জেলেদের গবাদী পশুদের দরকার টিকা ও ভিটামিন।  হাতে নেই টাকা। দুচিন্তা গ্রস্থ হয়ে পরছে তারা। আর এসব অসহায় জেলেদেরকে হাত বাড়িয়ে দিলো ইউএসএঅাইডির অর্থায়নে প্রানী সম্পদ ও মৎস্য বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের  বাস্তবায়ধীন ইকোফিশ প্রকল্প। বিনামূল্যে জেলেদের গবাদী পশুদের টিকা ও চিকিৎসা দিচ্ছে তারা।

বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া গ্রামের ৫ শত’ গরু, ছাগলকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান করে ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্ট,ভোলা। প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে টিকাদান কর্মসূচীর মাধ্যমে এ টিকা ও চিকিৎসা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ফিশের ভোলার রির্সাস এ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আমরা সারা বছর জেলেদের নিয়ে কাজ করি। তাদের সুখে, দূখে পাশে থাকি। জেলেদের স্বাবলম্বী করাই আমাদের উদ্দেশ্য । তিনি আরো বলেন, নদীতে যখন অভিযান থাকে ও নদীতে মাছ কম পরে সে সময় জেলেদের অনেক অভাব থাকে। আমরা জেলেদের স্বাবলম্বী করার জন্য বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের মাঝে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন সবজীর বীজ প্রদান করি। যাতে তারা ওই সময়গুলোতে অভাবে না পরে ।

ইকোফিশ প্রকল্প,কোস্ট ট্রাস্টের সহ সমন্বকারী ( টিএস) মোঃ সোহেল মাহমুদ বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের কাজ। আমরা এ প্রকল্পের মাধ্যমে জেলে ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের প্রশিক্ষন দিয়ে তাদের মাঝে বিনামূল্যে উপরণ দিয়ে যাচ্ছি। এতে অনেক জেলে উপকৃত হয়েছে। ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকের।

দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া গ্রামের গৃহবধূ নাহার বেগম (৩০) বলেন, আমার স্বামী ইউসুফ একজন জেলে। আমাদের কোন জমি-জমা নেই। নদীতে মাছ শিকার করে সংসার চলে আমাদের। মাছ না ধরতে পারলে এ সময় অনেক অভাবে থাকতে হতো আমাদের। এখন এ প্রকল্পের মাধ্যমে গরু ও ছাগল পেয়েছি। তা লালন পালন করে সংসারে বাড়তি আয় করছি। এখন অনেক ভাল আছি।

একই গ্রামের ফাতেমা বেগম বলেন, সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের পাশে দাড়িয়েছে। আমরা এখন নদীর উপর শুধু নির্ভর করিনা। বিকল্প কাজ করে স্বামীর পাশাপাশি আয় করছি। সন্তানদের লেখা পড়াও ভাল ভাবে চলছে। নিজেরা অনেক ভাল আছি।

বিনামূল্যে টিকা ও চিকিৎসা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আলী, দৌলতখান উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ প্রমূখ।

Wednesday, June 26, 2019

ভোলায় ই এ এফ এম (EAFM) এর উপর প্রশিক্ষকের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন






স্টাফ রিপোর্টার :ভোলায় ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ডফিশে সহযোগিতায়  কোস্ট ট্রাস্টের আয়োজনে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৷
২৫ জুন সকাল ১০ টায় হীড বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা  আসাদুজ্জামান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন করেন ৷ এর আগে মিলাদ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ৷

প্রশিক্ষণ সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প, কোস্ট ট্রাস্ট ভোলার  সিনিয়র প্রকল্প সমন্বয়কারি মো: জহিরুল ইসলাম,ওয়ার্ল্ডফিশ বাংলাদের গবেষনা সহকারি অঙ্কুর  মোহাম্মদ ইমতিয়াজ জামান  এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের মনিটরিং অফিসার  মোঃ ইউনুছ ও সহ-সমন্বয়কারি (টিএস)সোহেল মাহমুদ সহ প্রমুখ ৷

এসময় কোস্ট ট্রাস্টের মাঠ কর্মকর্তা ও সিএম সহ  মোট ২৫ জনকে ইকোসিস্টেম এ্যাপ্রোচ টু ফিশারিজ ম্যানেজম্যান্ট (EAFM) এর কাজের বিভিন্ন ধাপ এর উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় ৷  উক্ত ২ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর সকলের উপস্থিতিতে ২৬ জুন বিকাল ৪টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।প্রশিক্ষেনে ফলে মাঠ পর্যায়ে EAFM মাধ্যমে কাজ করলে সুশাসন, মানব কল্যান,প্রকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে,নদীর অবস্থা,কখন নদীতে কোন পাওয়া যায়,কি ধরনের জাল ব্যবহার করা দরকার,নদীর রক্ষা স্টেক হোল্ডারের মাধ্যমে  দল গঠন করে EAFM নদীতে বাস্তাবায়ন করা সহজ হবে। নদীতে সকল ধরনের মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। জেলে মধ্যে ঐক্য তৈরি হবে,জেলেরা।নদীতে যার যার দায়িত্ব সর্ম্পক সচেতন হবে।

Thursday, June 20, 2019

তজুমদ্দিনে গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম সম্পর্কে মতবিনময় সভা






নিজস্ব প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত “গাভীর কৃত্রিম প্রজনন ট্র্যাকিং সিস্টেম” সম্পর্কে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও সাংবাদিকগণের সহিত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা (অ.দা) হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশান মন্ত্রণালয়ের উপ-সচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু,  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ, ভেটেনারী সার্জন ডা. সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার সহ কৃত্রিম প্রজননে গাভী পালনকারী খামারিরা ।

Wednesday, June 19, 2019

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে কোস্ট ট্রাস্ট এর ছাগল বিতরণ ও ভ্যাকসিন ক্যাম্প






বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও উপকূলীয় এলাকার জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এইচ.সি.জি ৭০ জেলে সদস্যদের মাঝে ছাগল ও ক্রিমি নাশক ও অন্যান্য রোগের ঔষধ বিতরণ  করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কোস্ট ট্রাস্ট অফিসের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন ৷ এ সময় তিনি ছাগল পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নে সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ৷
এসময় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের অর্থনীতি প্রভাষক মনিরুজ্জামান এবং ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ ৷ তিনি ছাগল পালন, এর যথাযত যত্ন, সঠিক চিকৎসা ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত করেন ৷
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র সিএম মোঃ অাবদুল্লাহ, মোঃ মমিন উদ্দিন সহ সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও ৭০ জন এইচ সি জি সদস্য ৷
উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কর্যক্রম পরিচালনা কার হয়।

Saturday, June 15, 2019

মোঃ আঃ কুদদূস এর"চাঁদের বুড়ি"








কখনো তোমার বিশালতা দেখি
আবার কখনো দেখি উদারতা
কখনো তোমাতে নিরন্তর নিমগ্ন হই
কখনো চাতকের মতো তাকিয়ে রই
ভালোবাসার এ কী অদ্ভূত আচরণ?
কাছে পেলে নিজেকে হারাই,
দূরে গেলে কল্পনার তুলিতে
বিশালতার অনুপম অনুলিপি আঁকি।

কখনো মায়াবী হাসি দেখি,
আবার কখনো দেখি নির্লীপ্ত চাহনি
কখনো চাহনির ব্যাগ্রতায় অচেতন হই
কখনো অনুপম অনুভবে অপলক রই
অধরা ভালোবাসা দৃষ্টি জুড়ে দৃশ্যমান-
দৃষ্টির সন্নিকটে সৃষ্টি করি,
অপূর্ব ঐক্যের নিরন্তর নিমন্ত্রণ
কবে আবার বিশালতায় হারাবে এই মন।

কখনো আঁধার রাতে চাঁদ দেখি,
আবার কখনো দেখি চাঁদের হাসি
কখনো সুখের লাগি স্নিগ্ধ চাঁদ খুঁজি
ভাবি, চাঁদের বুড়ি মুক্তি পেল এই বুঝি
কখনো মেঘের ডানায় তাকিয়ে থাকি-
চাঁদকে ছোঁয়ার আক্ষেপে।
যদিও চাঁদ দূরে যায় নিরবধি
তবুও ঐ চাঁদের বুড়িকে বড্ড ভালোবাসি।

Wednesday, June 12, 2019

প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে তজুমদ্দিনে টিকাদান কর্মসূচী





নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় গবাদি পশু সুরক্ষায় ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচী ও বিনা মূল্যে গরু,ছাগল, হাঁস মুরগির ক্রিমি নাশক ও বিভিন্ন রোগের ঔষাধ প্রদান করেছে কোস্ট ট্রাস্ট ভোলা শাখা ৷
বুধবার (১২ জুন) সকাল ৭টায় ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ৷ এসময় ২০০ গরু,ছাগল ও হাঁস-মুরগিকে বিনা মূল্য রোগ প্রতিরোধক টিকার পাশাপাশি ক্রিমি নাশক ও ভিবিন্ন রোগ প্রতিরোধক ঔষাধ প্রদান করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার উপস্থিত থেকে টিকা ও ঔষাধ প্রদান করেন ৷ এবং গরু,ছাগল ও হাঁস মুরগিসহ গৃহ পালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা, সঠিক নিয়মে লালন পালন ও যত্ন করতে সঠিক পরামর্শ সহ নানান দিক নির্দেশনা প্রদান করেন তিনি ৷
টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পূর্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি  মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদেরকে গরু,ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন, রক্ষনাবেক্ষন ও সঠিক সময়ে তাদের যত্ন ও চিকিৎসা নিতে পরামর্শ প্রদানের পাশাপাশি গবাদি পশু লালন পালন করে সবলম্বী হওয়ার ব্যাপারে নানান পরামর্শ প্রদান করেন তিনি ৷
এছাড়া এ সময়ে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ অন্যান্য সদস্য গন।

তজুমদ্দিনে জেলেদের মাঝে ছাগল বিতরণ






ভোলা প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও উপকূলীয় এলাকার লোকদের সাবলম্বি করতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি গ্রামে এইচ.সি.জি ৮৪ জেলে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেছে কোস্ট ট্রাষ্ট ভোলা শাখা ৷

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপরি সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে একসাথে ৮৪ জেলে পরিবারকে ছাগল প্রদান করা হয় ৷
ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার ও  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷
এছাড়া এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,সি এম শাহীনুর প্রমুখসহ ৮৪ জন এইচ সি জি সদস্যবৃন্দ।
এর পূর্বে ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন  ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সহ-সমন্বয়কারি মোঃ সোহেল মাহমুদ৷

Thursday, June 6, 2019

সাংবাদিক গোলাম মাহমুদ শাওন এর মায়ের জানাযা সম্পন্ন






বোরহানউদ্দিন প্রতিনিধি: দৈনিক আমার সময় এর ভোলা জেলা প্রতিনিধি ও আলোকিত বরিশাল এর বোরহানউদ্দিন প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন এর মা ও ২নং সাচড়া ইউনিয়ন'র সচিব মাইনুদ্দিন এর স্ত্রী মেহেরুন নেছা (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহির রাজিউন)৷

বুধবার (৫ জুন) ভোর রাত ৫টার সময় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ৷
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় চৌধুরী বাড়ী ঈদগাহ মাঠে জানাযা শেষে মসজিদের পাশে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয় ৷

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারেকে সমবেদনা জানিয়েছেন, সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, বোরহানউদ্দিন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, তার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী ৷
উল্লেখ্য মৃত্যুর পূর্বে তিনি ৪৬ নং বোরহানউদ্দিন চৌধুরী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ৷

Tuesday, June 4, 2019

কবি মোঃ আঃ কুদদূস'র"ঈদ মোবারক"






ঈদ মোবারক, ঈদ মোবারক
কণ্ঠে সবার একই সুর
শাওয়াল মাসের চাঁদ দেখা যায়
ফিনফিনে ঐ বহুদূর।

ছোট বড় সবার মুখে
হাসি খুশি বহমান
বছর শেষে আসল ফিরে
ঈদুল ফিতর-মেহমান।

ঈদ মোবারক, ঈদ মোবারক
সালামি চায় শিশুরা
নতুন টাকার নতুন নোটে
বহে খুশির ফোয়ারা।

কোলাকুলি আর আনন্দে
মেতে ওঠে সকলে
সবার মুখে হাসি থাকে
দিন গড়িয়ে বিকেলে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
খাওয়া দাওয়ার পড়ছে ধুম
পরবে সবাই নতুন পোশাক
সেই আহ্লাদে নাই যে ঘুম।

শহর গ্রাম-সব জায়গাতে
চলছে ছুটে শিশুর দল
সারাদিনই ঘোরাঘুরি
হচ্ছে যে তাই কোলাহল।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ধনী গরীব এক কাতার
উঁচু নীচু নাই ভেদাভেদ
ভালোবাসা বেশুমার।

সমাজটা আজ ভরে গেছে
সুখের নীরব বাতাসে
রহমত, বরকত, মাগফিরাত
আসছে মোদের সকাশে।

ঈদ মোবারক, ঈদ মোবারক
ভালোবাসার শুভদিন
দুঃখরা সব পালিয়ে গেছে
জীবনটা তাই অমলিন।

আজকে যেমন মিলেমিশে
হেসে-খেলে কাটছে দিন
এই সমাজের দিনগুলো সব
হয় না কেন বেশ রঙিন?


৪ জুন ২০১৯
ঢাকা।

Saturday, June 1, 2019

ঈদ উপহার হিসেবে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ







নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায়   উপকূলীয় নিবন্ধিত জেলেদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয় ৷

শনিবার (১ জুন) সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা এ কার্যক্রমের উদ্ধোধন করেন ।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান,সরকার ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেন। এ সময় উপকূলীয় ৪২টি উপজেলার সকল নিবন্ধিত জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার স্বরুপ ভিজিএফ প্রকল্প গ্রহন করেন। এ কার্যক্রমের আওতায় বোরহানউদ্দিন পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৮হাজার ১শত ৯১জন জেলেদের মাঝে ৭২৭.২৭ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়।শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গংগাপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।ঈদের আগেই সকল ইউনিয়নের জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিরতণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকতা মোছা খালেদা খাতুন রেখা জানান,ঈদের আগে সকল জেলেদের মাঝে চাল প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নিদ্দেশনা চেয়ারম্যানদের কাছে পৌছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,গংগাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রিয়াজ ,পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার প্রমুখ

Thursday, May 30, 2019

ভোলায় ভাতাসহ বিভিন্ন দাবী আদায়ে জেলেদের মানববন্ধন






ভোলা প্রতিনিধিঃ ভোলায় নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখাসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে জেলেরা।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনের ঘন্টাব্যাপী জেলেদের এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্ষুদ্র জীবি মৎস্য সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি মোঃ এরশাদ, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, সহ সমন্বকারী মোঃ সোহেল মাহমুদ, প্রকল্প সমন্বকারী খোকন চন্দ্র শীল, মোঃ তাহাজুদ হোসেন সহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়শ্রমে ২ মাস, মা ইলিশের অভিযান ২২ দিন নদীতে মাছ শিকারের প্রতি সরকার নিষেধাজ্ঞা করে। এখন নতুন করে সাগরে ৬৫ দিন মাছ শিকার করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা এ নিষেধাজ্ঞা মানবো। কিন্তু বিদেশ থেকে বড় ট্রলারে করে মাছ শিকার করতে আসা জেলেদের জন্যও এ আইন থাকতে হবে। এছাড়াও তারা নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখার দাবী জানান।

Tuesday, May 28, 2019

জনপ্রিয় কবি আঃ কুদদূস'র "লায়লাতুল কদর"







লায়লাতুল কদর
করুণার চাদর
আসমান জমিন মহাবিশ্ব জুড়ে।

ভাগ্য রজনী
প্রস্তুত অবনী
তাকদির তৈরি সবার- কাছে দূরে।

রাহমানুর রাহিম,
কোরআনুল কারিম
হেরার গুহাতে পাঠান এই রাতে।

ফিরিস্তা জিব্রিল
করেছেন তারতিল
রাহমাতুল্লিল আলামিনের সাথে।

হাজার মাস হতে
উত্তম এই রাতে
প্রভূ ঐ আসমানে আসন পাতে।

যত সব পাপী
কাঁদে সব সপি
প্রভূর দরবারে, খালি দু'হাতে।

মাগফিরাত জুটবে
সৌভাগ্য ফুটবে
মানুষকে যারা বাসিছে ভালো।

করে নাই কভু
শিরক সাথে প্রভূ
মাতাপিতার মুখ করে নাই কালো।

বিদ্বেষ যাও ভুলে
কাঁদো হাত তুলে
লভিবে মুক্তি জাহান্নাম হতে।

নিষ্পাপ হতে চাও
ঈমানে দাঁড়াও
ভোর উদয় না হতে ধরনীতে।


(২৩ মে ২০১৯)

Monday, May 27, 2019

বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ






বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে কোষ্ট ট্রাষ্ট বাংলাদেশ ৷
সোমবার (২৭ মে) উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের এইচ সি জি সদস্যদের মাঝে জেলেদেরে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে তাদের মাঝে ৭০টি ছাগল বিতরন  করা হয়।

অনুষ্ঠানে শাজাহান বদ্দার এর সভাপতিত্বে ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী মোঃজহিরুল ইসলাম উপস্থিত থেকে সদস্যদের মাঝে ছাগল বিতরণ করেন ৷

এসময় ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট ভোলা এর  সহ- সমন্বয়কারি (কারিগী সহায়তা) মোঃ সোহেল মাহমুদ, ছাগল পালন, এর যথাযত যত্ন ও রক্ষনাবেক্ষন  সর্ম্পকে সদস্যদেরকে অবহিত ও পরামর্শ প্রদান করেন ৷
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন, ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্ট এর ফিল্ড অফিসার সবুজ চন্দ্র,মোঃজুলহাস ফরাজি,সিএম মোঃ লোকমান হোসেন, মোঃ অাবদুল্লাহ প্রমুখসহ ৭০ জন এইচ সি জি সদস্য।

উল্লেখ্য, ইউ এস এ আইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Sunday, May 26, 2019

ভোলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ভোলা শাখার   আয়োজনে রবিবার (২৬ মে) সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল, ভোলা সদর শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
কোস্ট ট্রাস্ট,ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম শুভেচ্ছা  বক্তব্যে এসময় বলেন,আমাদের লক্ষ্য, দেশের আর্থ- সামাজিক, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনে ক্রমবর্ধমান আগ্রহের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় আঞ্চলের বিশেষ করে ঐ আঞ্চলের নারী,শিশু ওঅনগ্রসর জনগোষ্ঠীর স্থায়ীত্বশীল এবং সুষম জীবন বিকাশে সহায়তা করা,জেলেদের প্রশিক্ষেণের মাধ্যমে নদীর পরিবেশ রক্ষা করা,ইলিশ সম্পদ উন্নয়নে কাজ করা।
প্রধান অতিথি হিসেবে  ছিলেন,এডিসি (রাজস্ব)  মোঃ সেলিম রেজা তিনি বক্তব্য শুরতে বলেন,কোস্ট ট্রাস্টের কার্যক্রম জন কল্যানে কাজ করে কোস্ট ট্রাস্ট জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে ইলিশ সম্পদ উন্নয়নে সহায়তা করে দেশের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধি করেছে। পরে কোস্ট ট্রাস্টের অারপিসি মোঃ অাঃ রব বলেন  বর্তমান কর্মএলাকা ভোলা, ক্সবাজার,পটুয়াখালী, বরিশাল,ফেনী,নোয়াখালী, লক্ষীপুর,এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা অাওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ অাবদুল অাজিজ বলেন কোস্ট ট্রাস্ট সরকারের সাথে সমন্বয় করে কাজ করে কারনে সকলের প্রিয় সংগঠনে পরিনত হয়েছে,উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন,তিনি অারো  বলেন কোস্ট ট্রাস্ট নিজস্ব অর্থায়নে গ্রামীণ নারীদের প্রাথমিক স্বাস্হ্য সেবা প্রদান করছে,যার জন্য সংস্থার বেশ কিছু শাখার অধিনে স্বাস্হ্য কর্মী হিসাবে মহিলা সহকর্মীরা কাজ করছে যেখানে নারীদের প্রাথমিক স্বাস্হ্যসেবা ও মহিলাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।
আরো উপস্থিত ছিলেন  এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্হায়ী রাজনৈতিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও শিক্ষক ছাত্র,জেলে সমিতির সভাপতি সম্পাদক,জন সংগঠনের নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি,সংবাদিক, লেখক সহ বিভিন্ন পেশায় প্রতিনিধি,ইমাম  সহকর্মীবৃন্দ।

Wednesday, May 22, 2019

বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা

নিজস্ব প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী এক অভিযান পরিচালনা করে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামান্যমান আদালত ।
বুধবার (২২ মে) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রফিকুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় পঁচা, বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট  রাখার অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০০০০ টাকা জরিমানা করা হয় ৷
এবং অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং  ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট  ধারায় খাবার ও মিষ্টির দোকানসহ অন্য ৫ প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কুন্জেরহাট বাজারের ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে  ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য করা হয় ।
এব্যাপারে তিনি বলেন, রমজানের পুরো মাস এ অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাস শেষেও এর ধারাবাহিকতা থাকবে ৷

Tuesday, May 21, 2019

বোরহানউদ্দিনে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বোরাহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অটো ও মোটরসাইেকেলের মুখোমুখি সংর্ঘষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভোলা-চরফ্যাশন সড়কের বোরাহানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ হাসান (২০), কু়ুতুবা ১ নং ওয়ার্ডের  ছিদ্দিক মিয়ার ছেলে ও রাকিব (২৩)  বড় মানিকা এলকার  মফিজ পাটওয়ারীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর ২টার দিকে উদয়পুর থেকে আসা একটি মোটরসাইকেলে করে হাসান ও রাকিব বোরহানউদ্দিনের দিকে যাচ্ছিলেন। এসময় বিপোরীতমুখি একটি আটোর সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপরে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরাহানউদ্দিন সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্য ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এনামুল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

Monday, May 20, 2019

বোরহানউদ্দিনে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালের সামনে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৷

সোমবার (২০ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক উপুস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷ ড্রাগ লাইসেন্স, পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকা, নবায়ন না থাকা, ভেকসিন রাখার ফ্রিজে পিয়াজ, মরিচ, পানির বোতল রাখা, মেয়াদোত্তীর্ন ঔষধসহ চিকিৎসা সামগ্রী রাখার দায়ে মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২  ও ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট  ধারায় বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকলকে দ্রুততম সময়ের মধ্যে ড্রাগ লাইসেন্স করা,  ট্রেড লাইসেন্স নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলেন তিনি।

Thursday, May 16, 2019

ভোলার দৌলতখানে অবৈধভাবে তেল কালোবাজারী

নিউজ ডেস্কঃ ভোলার দৌলতখানের মেঘনা নদীতে চোরাচালানী সিন্ডিকেট তেলপাচারে বেপরোয়া হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে নৌ-পথে ঢাকা ও খুলনাগামী সরকারি-বেসরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী অতিক্রমের সময় নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করে। এ সময় প্রকাশ্যেই জাহাজের লোকজন অবৈধভাবে ভোজ্য ও জ্বালানী তেলসহ অন্যান্য চোরাই সামগ্রী কমমূল্যে চোরকারবারীদের কাছে বিক্রি করে। গত দুই দিনে শতাধিক ব্যারেল তেল পাচার হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার দুপুরে দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ড বটতলা মাছঘাট এলাকায় গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, চোরাকারবারী আ. হাকিম, মনির ও হারুন হাওলাদারের নেতৃত্বে জাহাজ থেকে ট্রলারে করে বটতলা মাছঘাট এলাকায় অবৈধভাবে সরকারী তেল এনে ব্যারেল ভর্তি করে ভ্যান-যোগে নিজস্ব গোডাউনে নিয়ে যায়। পরবর্তীতে গোডাউন থেকে এসব তেল বিক্রি করে ভোলা জেলার বিভিন্ন বাজারে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, দৌলতখানের চৌকিঘাটা, পৌরসভার ১, ৩, ৬নং ওয়ার্ড ও মাছঘাট, বটতলা, স্লুইজ গেইটসহ বিভিন্ন জায়গা দিয়ে চোরাকারবারিরা অবাধে তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নামাচ্ছে। এভাবে প্রতিদিন সরকারের কোটি-কোটি টাকার তেল পাচারের বিষয়টি এখন অনেকটাই হরহামেশা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন মেঘনায় জাহাজ থেকে তেল পাচার ও
চোরাকারবারীর ঘঁটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই পুলিশ ৮ ব্যারেল তেল আটক করে থানায় জিডি করেছে।

তিনি আরো জানান, চোরাচালান রোধে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। তবে স্থানীয়রা বলছেন পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ চোরাচালান। এ চক্রের অনেকেরই রয়েছে পলিটিক্যাল কানেকশন। তারা দৌলতখানের চোরাই কারবার বন্ধে উর্ধতন রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করছেন।

ভোলায় কালেক্টরেট স্কুলের শুভ উদ্বোধন

ভোলায় উদ্বোধন করা হলো জেলা প্রশাসন কর্তৃক
পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের ইলিশা বাসস্টান্ড সংলগ্ন স্কুল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, মানসম্পন্ন শিক্ষার জন্য মোবাইফোন থেকে শিশুদের বিরত রাখতে হবে। স্কুলের পাশাপাশি বাসায় শিক্ষার্থীদের পড়াশোনায় নজর দিতে হবে। স্কুলের কোনো শিক্ষক যেনো কোচিং বাণিজ্যে লিপ্ত না হয় তার দিকে লক্ষ রাখতে হবে। কালেক্টরেট স্কুলকে ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।
পরে প্রধান অতিথি নাম ফলক উন্মোচনের মাধ্যমে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।